ক্যাম্প
ইনানী’র লক্ষ্য
হলো সাধারন পর্যটক ও রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য নিরাপদ বাসস্থান, নির্মল আমোদ-বিনোদন, সামাজিক
সুরক্ষা ও প্রাকৃতিক এডভেঞ্চারের সুযোগ করে দেয়া। সাধারন মানুষের আর্থিক দিক
বিবেচনা করে এবং প্রকৃতি-বান্ধব পরিবেশে বিভিন্ন বয়সী মানুষদের শখ ও ইচ্ছা কে
মাথায় রেখে এক ছাদের নীচে সকল আয়োজনই ক্যাম্প ইনানী’র মূল লক্ষ্য যা
বিস্তারিত ভাবে নীচে দেয়া হলোঃ
পাহাড়ি অঞ্চলে জংগল
ট্র্যাকিং,
হাইকিং, মাউন্টেইন বাইকিং অথবা জংগল সারভাইবাল
এর ব্যবস্থা করা হবে।
উঁচু পাহাড় গুলোতে
নিরাপত্তা সহ বিভিন্ন লেভেলের মাউন্টেইন ক্লাইম্বিং এর ব্যবস্থা। সেই সাথে
স্লাইডিং রোপের মাধ্যমে ক্যাম্পের সাথে সংযোগ স্থাপন।
এল জি ই ডি /পানি
উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ৮ কিলোমিটার দীর্ঘ খাল এ সার্বক্ষনিক পানির ব্যবস্থার
মাধ্যমে রিভার কায়াকিং, বোটিং এবং সুবিধাজনক জায়গায় স্কুবা ডাইভিং এবং মাছ ধরার
ব্যবস্থা করা হবে।
। ক্যাম্পের নিজস্ব
এলাকায় তাঁবুতে রাত্রিযাপন ও অন্যান্য ইনডোর অবস্টাকল এর ব্যবস্থা করা।
পর্যায়ক্রমে সী বীচ
এলাকায় প্যারা গ্লাইডিং, ওয়াটার স্কীইং, সার্ফিং,
কাইট সার্ফিং, প্যারা সেইলিং, সী কায়াকিং, উইন্ড সার্ফিং, প্যারা
মোটর, ও পাওয়ারড প্যারা গ্লাইডার এর ব্যবস্থা করা হবে।
সিভিল এভিয়েশনের
অনুমতিক্রমে গ্লাইডার বা আলট্রা লাইট এবং হট এয়ার বেলুনের ব্যবস্থা করা হবে।
রামু গলফ ক্লাবের
সাথে নিবির যোগাযোগের মাধ্যমে গলফ খেলার ব্যবস্থা থাকবে।
ইনানী বনে আপাতত
দুইটি ট্রেইল ঠিক করা হয়েছে। এগুলো Serengeti Trail ও Patagonia Trail নামে ৩
ঘন্টার ট্র্যাক থাকবে। ভবিষ্যতে বয়স ও শারীরিক যোগ্যতা ভেদে আরো দুর্গম অঞ্চলে
ট্র্যাকিং এর ব্যবস্থা করা হবে।
ইনানী বনের ভেতর
ট্রি হাউসে রাত্রীযাপনের ব্যবস্থা থাকবে।
। যথাযথ কর্তৃপক্ষের
অনুমতিক্রমে “Deep Sea Fishing” এর আয়োজন করা হবে।
। “Bird Watching”
এর মত জনপ্রিয় আকর্ষনের ব্যবস্থা করা হবে।
। “Heritage Walk”
শিরোনামে বিদেশী পর্যটকদের কক্সবাজার-টেকনাফের বিভিন্ন জেলে পাড়ায় ভ্রমনের সুযোগ
করে দেয়া হবে।
। কক্সবাজার-টেকনাফ
মেরিন ড্রাইভ বরাবর গড়ে ওঠা অন্যান্য সকল এডভেঞ্চার ক্লাবের বা ফ্যাসিলিটির সাথে
সমন্বয় করে সবাইকে এক ছাতার নীচে আনার প্রয়াস থাকবে।
বিভিন্ন স্কুল
কলেজ এবং দেশের সকল ধরনের কর্পোরেট হাউসের এক্সিকিউটিভদের জন্য Team Building বা
Outbound Training সংক্রান্ত সকল ধরনের কার্যক্রম।
আমাদের উদ্যেগ বাস্তবায়িত হলেঃ
এধরনের
কনসেপ্ট বাংলাদেশে প্রথম তাই এটা দেশের পর্যটন ক্ষেত্রে নুতন মাত্রা যোগ হবে। যথাযথ প্রচার পেলে বিদেশী রোমাঞ্চপ্রিয়
পর্যটকদের আকৃষ্ঠ করবে।
বাংলাদেশের
তরুন এবং যুব সমাজের মাঝে শারিরিক দক্ষতা ও মানসিক যোগ্যতা বৃদ্ধির জন্য সহায়ক
হবে। যে কোন বয়সের স্কাউটিং এর জন্য Camp Inaniহবে একমাত্র গন্তব্য।
বাংলাদেশের
সকল ধরনের কর্পোরেট হাউস, ব্যাংক বা প্রতিষ্ঠানের চাকুরীরতদের এবং স্কুল কলেজ,
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টিম বিলডিং গঠনে উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখবে যা
সারা বিশ্বে “Outbound Training” বা “Team Building Training” নামে পরিচিত।
বিশ্বে
প্রচলিত গেম শো বা লাইভ শো’র আদলে ইউটিউব, ফেসবুক তথা ডিজিটাল প্ল্যাটফরমের
মাধ্যমে সকল এডভেঞ্চার কার্যক্রমকে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দাদের এই প্রজেক্টে সংযুক্ত
করার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা হবে।
এই
ধরনের প্রজেক্ট সফল হলে তা বাংলাদেশের জন্য আইকন
বা দৃষ্টান্ত হয়ে দাড়াবে যাতে অন্যেরাও উৎসাহিত হবে।
শেখ জামাল ইনানী
জাতীয় উদ্যান সংলগ্ন হওয়ায় এই উদ্যান উন্নয়নের সরকারী পরিকল্পনায়Camp Inani সহায়ক ও কার্যকরী ভুমিকা পালন করতে পারবে বলে আমাদের
বিশ্বাস।
বিস্তারিত পরিকল্পনা www.campinani.comএ দেখা
যাবে যা অর্থ সাংকুলন সাপেক্ষে ধাপে ধাপে বাস্তবায়িত হবে ।