যা করবেনঃ
১। সময় টাকে দারুনভাবে ব্যবহার করুন। ঘরে বসে শুয়ে থাকবেন না। কেবিনের সামনে চেয়ার পেতে বসে গুড়-মুড়ি- লাল চা খান। ভালো লাগবে। আড্ডা জমান।
২। বই নিয়ে যান। বই পড়ুন। চিঠি লিখুন। ফিরে যান ডিজিটাল জগত ছেড়ে ফেলে আসা দিনগুলোতে।
৩। গলা ছেড়ে গান গান। অথবা গান শুনুন।
৪। এক দিস্তা কাগজ নিয়ে আসুন। অসমাপ্ত লেখাটা শেষ করুন। হোক না সেটা গল্প-কবিতা-জলছবি। প্রিয়জনের কাছে চিঠি লিখুন দুকলম। প্রাপক নিশ্চয়ই পছন্দ করবে।
৫। জংগল ট্র্যাকিং করুন। এটা একটু কষ্টসাধ্য হলেও আপনার জীবনে বৈচিত্র্য এনে দেবে। বুনো জংগল, অচেনা পাখীর কলতান আর ইনানী খালের থির থির পানি আপনার মনে দাগ কাটবেই।
৬। ছবি তুলুন শত সহস্র। ক্যাপ্টেন এর হাত খুব ভালো।
৭। ক্যাম্পে রান্নায় অংশ নিন। বার বি কিউ এর আয়োজন নিজে করুন। এসবের টেস্টও হয় অসাধারণ।
৮। ক্যাম্পে বা পাহাড়ে গাছের চারা রোপন করুন। থাক না কিছু স্মৃতি।
৯। Kornel’s Cabin এর জন্য একটা পুরোনো বই উপহার দিন। আমাদের ভালো লাগবে।
যা করবেন নাঃ
১। প্লিজ এ কটা দিন সোশ্যাল মিডিয়াকে বিদায় দিন। সকল অন্তর্জ্বাল থেকে দূরে থাকুন। অযথা ফোন করবেন না বা কথা দীর্ঘায়িত করবেন না।
২। সেলফি তুলবেন না। এটা একটা ভয়ংকর রোগ। আপনার সময়টাকে স্মরনীয় করে রাখার জন্য প্রফেশনাল ফটোগ্রাফার আছে।
৩। কোথাও। আই রিপিট কোথাও পানির বোতল, বিস্কিট বা চিপস এর প্যাকেট ফেলবেন না। আমরা কিন্তু ভীষন রাগ করবো।Kornel কিন্তু খুব বদরাগী
৪। জাংগল ট্র্যাকিং এর সময় কথা বলবেন না। এতে প্রকৃতির নিস্তব্ধতা মিস করবেন। তা ছাড়া আশে পাশে হাতির দলের উপস্থিতি টেরই পাবেন না।
৫। হাতি’র সামনে পড়লে কি করতে হবে তাঁর সুনির্দিষ্ট নির্দেশনা আছে। এটাকে চ্যালেঞ্জ করতে যাবেন না। অযথা বাহাদুরী বিপদ ডেকে আনতে পারে।
৬। গাইড কে অনুসরণ করুন। অন্য অজানা পথে পা বাড়াবেন না। পাহাড়ে হারিয়ে যাওয়া খুব সহজ।
৭। নিরীহ বন্যপ্রাণীকে বিরক্ত করবেন না।
৮। যে কোন ধরনের মাদকতা বা ধুমপান থেকে বিরত থাকুন।
Camp Inani কোন রিসোর্ট নয়। বরং এটা রহস্য-রোমাঞ্চের দ্বার বিশেষ। দু সপ্তাহ আগে ১০ জন বিভিন্ন বয়সের একটা টিম দিয়ে সকল কার্যক্রমের টেস্ট-রান দেয়া হয়েছে। ফলাফল অসাধারণ।
তো আর দেরী কেনো?
ভ্রমন প্ল্যান করুন। তারপর ছুটি নিন।