এখানে থাকার জন্য Kornel’s Cabin আপনাকে কিছুটা বৈচিত্র্য এনে দেবে আশা করি।
১। এটা প্রায় ৪৫০ স্কয়ারফিটের দুই কক্ষ বিশিষ্ঠ একটা কাঠের কেবিন যেখানে ৪ জনের একটা পরিবার বা ৪-৫ জনের একটা দল হেসে খেলে থাকতে পারবে।
২। বাথরুমটা আধুনিক সুবিধা দিয়ে বানানো (তবে সাউন্ডপ্রুফ নয়)
৩। বাতাস চলাচলের জন্য “ক্যালিফোর্নিয়া শাটারস” দেয়া আছে। দুপুরের দিকে একটু গরম বোধ হলেও সিলিং ফ্যান ছেড়ে মিরর পলিশড টাইলসে গড়াগড়ি দেয়া যাবে।
৪। ৪৩ ইঞ্চি এন্ড্রয়েড টিভি থাকলেও নেটফ্লিক্স বা ডিশ কানেকশন নেই। তবে ৫০০ জিবি’র একটা মুভি কালেকশন আছে যা আপনার দু তিন দিনের খোরাক হতে পারে যদিও ব্যাপারটা আমাদের খুব অপছন্দনীয়।
৫। আমরা চাই আপনি বই বা ম্যাগাজিনের পাতা উল্টান। এজন্য ন্যাশনাল জিওগ্রাফি’র অনেক গুলো ম্যাগাজিন আছে। আশা করি ভালো লাগবে।
৬। স্রেফ বাংলা খাবারের জন্য আধুনিক কিচেন আছে। আগে বলে দিলে কুক বাজার করে এনে রান্না করে দেবে। বুঝতেই পারছেন কত সময় লাগতে পারে। তবে চাইলে নিকটস্থ “লা বেলা” বা রয়েল টিউলিপ থেকে খাবার এনে দেয়া যাবে। শুধু যাতায়াত ভাড়া টা দিয়ে দেবেন।
৭। অনেকটা সময় কাটাতে পারবেন কেবিনের সামনে সবুজ ঘাসে পা মেলিয়ে বসে। সামনের ইনানী খাল (হবু লেক), মাউন্ট সাগুনী এবং ইনানী ভ্যালি আপনার মনে যথেষ্ঠ সতেজতা এনে দেবে।
৮। “বাগবাই” নামে একটা ফ্রেন্ডলি বাচ্চা কুকুর আছে যাকে গার্ড ডগ হিসাবে আনা হলেও একদম তেজহীন।
৯। সিজন ভেদে কাচা আম, তেতুল বা লেবুর শরবত এবং ডাব পাবেন আনলিমিটেড। সেই সাথে দুধ-চা কফি তো আছেই।
১০। ঘরে চারটা বৈয়াম এ সাক্করপড়া, নিমকপড়া, চানাচুর ও চাল্ভাজা থাকবে। চোয়াল ব্যাথা না হওয়া পর্যন্ত খেতে থাকুন।
১১। যারা ক্যাম্পিং এর স্বাদ নিতে চান তারা ৫/১০ জনের তাঁবুতে থাকতে পারেন।